নলুয়া মহোৎসব উদযাপন পরিষদ ও জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির সম্মানিত সভাপতি পন্ডিত শ্রী নিতাই পদ অাচার্য্যের মা শ্রী সতী বালা অাচার্য্য ২৭ জানুয়ারি রবিবার বিকাল ৫ ঘটিকায় মৃত্যু বরণ করেন। (দিব্যান্ লোকান স গচ্ছতুঃ)মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৮০ বছর।বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে তার মৃত্যুতে সাতকানিয়া পূজা উদযাপন পরিষদ,নলুয়া পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেন।।