মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
রক্তদানে ভয় যেনো না থাকে কারো, রক্তদাতা যেন নিয়মিতই বাড়ে আরো। রক্তদানে উৎসাহিত করতে কাজ করছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।
সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল।
নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি জানান, “বাংলাদেশে সাধারণ মানুষ এখনো রক্তদানে ভয় পায়। প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পাওয়া কষ্টকর হয়। গণসচেতনতাই পারে এ থেকে উত্তরণ এনে দিতে। তাই, আমরা ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা আমাদের ৩৬ তম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। আমাদের এই চেষ্টা বৃথা যাবে না, ইনশাআল্লাহ।”
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাহাদ হাসান আকাশ জানান, “শিক্ষার্থীদের একটা বড় অংশ এখনো নিজেদের রক্তের গ্রুপ জানে না। রক্তের গ্রুপ জানিয়ে রক্তদানে উৎসাহিত করার বিষয়টি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে আশা রাখি।”
উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে নওগাঁ শহরে রক্তদানে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে আসছে।