সৈকত দাশ ইমনঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আর্বিভাব দিবস ও শ্রী শ্রী লোকনাথ গীতা সংঘের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা,গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযঞ্জ অনুষ্টান ২, ৩, ৪ জানুয়ারী ৩ দিন ব্যাপী অনুষ্টিত হয়। গত ২ জানুয়ারী অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী সভাপতিত্বে বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক ডাঃনারায়ণ দাশ মঙ্গল প্রদীপ জালিয়ে উদ্বোধন ও উদ্বোধকের উদ্বোধণী বক্তব্যে দেন।
অনুষ্টিত মহতী ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি,নিউ গুলশান রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি বাবু অমল দাশ,প্রধান ধর্মীয় বক্তা রাঙ্গামাটি জেলার বাঙ্গালখালী ঋষি আশ্রমের মঠ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,বিশেষ অতিথি আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম,সাবেক দোহাজারী ইউ পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ
দোহাজারী পৌরসভা যুবলীগ নেতা মোঃতমিজ উদ্দিন,নিউ গুলশান রাধাকৃষ্ণ মন্দির গীতা সংঘের সভাপতি বাবু সুজিব দাশ, বান্দরবন জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অমিয় কুমার দাশ,বিশেষ ধর্মীয় বক্তা উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যাপক বাবু নিলুমণি শর্মা,সাতকানিয়া সৎসঙ্গ বিহার উন্নয়ন কমিটির সম্পাদক বাবু মৃণাল কান্তি দাশ, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা
স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন ও সেবাশ্রম নির্মাণ কমিটির সাধারণ মাষ্টার অরুন কান্তি দত্ত,মাষ্টার ইন্দ্রজিৎ চক্রবর্তী ও মাষ্টার উত্তম নন্দীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃশম্ভু কান্তি দে,রঞ্জন পাল প্রমুখ।