বশির আলম সৌরভ : গাজীপুরের মনোরম লোকেশনে চিত্রায়িত হলো শাহিন আলম এর কণ্ঠে (তোর অভিমানী ) গানের মিউজিক ভিডিও। গানটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল জয়দেব ও জেরিন খান ।
গানটির কথা ও সুর করেছেন শাহিন আলম এবং সঙ্গীত আয়োজন করেছেন অমিত ।
ভিডিওটি নির্মাণ করেছেন টি.ডি দিপক । গানটির সম্পর্কে টি.ডি দিপক বলেন চেষ্টা করে যাচ্ছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। আশা করছি সবার ভাল লাগবে আজ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে ঈগল মিউজিকের ব্যানারে বলেন টি.ডি দিপক।