সারা দেশে যে নৈরাজ্য চলছে তার প্রতিক্রিয়ায় নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দেশে আইনের কোনো শাসন নেই, এই দখলদার সরকারের জনগণের কোনো সমর্থন নেই। তাই তারা সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষকে শান্তি ও জীবনের নিরাপত্তা দিতে। দেশের মানুষকে ইচ্ছে করলেই দমন করা যাবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, তাই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করে আজকে ক্ষমতায় বসে থাকতে হচ্ছে।