যুক্তিসঙ্গতভাবে অভিযোগ খণ্ডন না করতে পারলে ১৫ জুনের মধ্যে তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এবং ব্রিটিশ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারেক জিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদদে মদদ দেয়া, জঙ্গি সম্পৃক্ততা, জঙ্গি অর্থায়নসহ

একাধিক অভিযোগ উত্থাপন করা হয়েছিল এবং এসমস্ত অভিযোগের ভিত্তিতে তারেক জিয়াকে বাংলাদেশের ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। ব্রিটিশ আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত তারেক জিয়া সম্পর্কিত অভিযোগের ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ‘স্কটল্যান্ড ইয়ার্ড’ এবং ‘ব্রিটিশ হোমল্যান্ড সিকিউরিটি’, পররাষ্ট্র দপ্তর যৌথভাবে তদন্ত করে। যৌথ তদন্তে যে পাঁচটি

অভিযোগ ছিল সেগুলোর প্রাথমিক সত্যতা পেয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। প্রাথমিক যে প্রমাণ পাওয়া গেছে তা যে সঠিক নয় তা প্রমাণ করার জন্য তারেক জিয়াকে ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই ৯০ দিনের মধ্যে তারেক জিয়া অভিযোগ মিথ্যা প্রমাণ করতে না পারেন তাহলে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ বাতিল করা হবে। সেক্ষেত্রে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তারেক জিয়ার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে সেগুলো হলো-
১. ২১ আগস্ট, ২০০৪ এ গ্রেনেড হামলার সঙ্গে তারেক জিয়া যুক্ত ছিলেন। এ হামলার জন্য তারেক কিছু পাকিস্তানভিত্তিক উগ্র জঙ্গি সংগঠনের সহায়তা নিয়েছিলেন। তাঁদের কাছ থেকে অস্ত্র পেয়েছিলেন।

২. দশ ট্রাক অস্ত্র ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের কাছে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে পৌঁছে দেয়ার মূল উদ্যোক্তা ছিলেন তারেক জিয়া। তারেকের সম্মতিতেই এই ঘটনাটি ঘটেছিল।

৩. ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেক জিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দাউদ ইব্রাহিমের একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে তারেক জিয়ার শেয়ার রয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

৪. তারেক জিয়া যুক্তরাজ্যে আসার পর সৌদিভিত্তিক একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন এবং এদের মাধ্যমে তিনি বাংলাদেশে সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির জন্য অর্থায়ন করেছেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

৫. সর্বশেষ তারেক জিয়ার লন্ডনে ক্রিয়াশীল অনেকগুলো জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাঁদের সাথে তারেক জিয়া নিয়মিত বৈঠক করেন।

এই অভিযোগগুলোর মধ্যে প্রথমটির ব্যাপারে বাংলাদেশের আদালতে রায় হয়েছে। আদালতের রায়ের কপি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছে দেয়া হয়েছে। সেই রায়টি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে, ২০০৪ সালে পাকিস্তানি উগ্র বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয়

অভিযোগের ব্যাপারে ভারতের কাছ থেকে একাধিক তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। অন্য অভিযোগগুলোর ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র দপ্তর যৌথ তদন্তে প্রাথমিক প্রমাণ পেয়েছে। এর প্রেক্ষিতে, এই সমস্ত তথ্য প্রমাণের পর তারেক জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য তারেক জিয়াকে ৯০ দিন সময় দেয়া হয়েছে। এই আত্মপক্ষ সমর্থনে তারেক জিয়াকে দালিলিক এবং উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে হবে। এর আগে যখন অভিযোগ উপস্থাপিত হয়েছিল তখন

অভিযোগগুলো সত্য কিনা তা তারেক জিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন অভিযোগগুলো অস্বীকার করেন তারেক জিয়ার আইনজীবী। তিনি বলেছিলেন, অভিযোগগুলো অসত্য ও মিথ্যা। এরপর বৃটিশ সরকারের আইন অনুযায়ী অনুসন্ধান চালানো হয় এবং এগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে তারেক জিয়াকে আগামী ৯০ দিনের মধ্যে সুনির্দিষ্ট ও দালিলিকভাবে অভিযোগ খণ্ডনের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ১৫ মার্চ এ নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ আগামী ১৫ জুনের মধ্যে যদি তারেক জিয়া সন্তোষজনক জবাব না দিতে পারেন তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে তাকে দেশে ফেরত পাঠানো হতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বলছে, তারেক জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই অভিযোগ এখন তথ্য উপাত্ত দিয়ে খণ্ডন করা তার জন্য অসম্ভব ব্যাপার। কাজেই তারেক জিয়ার দেশে ফেরা সময়ের ব্যাপার মাত্র।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত নবজোয়ার তরুন সংঘের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১ বেনাপোল সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামি গ্রেফতার রূপগঞ্জে বাণিজ্য মেলা ঢিলেঢালা চলছে স্টল নির্মাণে ধীরগতি