নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…!! কথাটি তখনই বাস্তব রূপ নেয় যখন ধর্ম-মত নির্বিশেষে সবাই কোন অসহায় মানুষের পাশে দাঁড়ায়..সাহায্যের হাত বাড়িয়ে দেয়…. ছবিতে যে মানুষটিকে দেখছেন উনি ” সরকারি তিতুমীর কলেজ B.B.S Department 2016-2017 session এর মেধাবী ছাত্রী লাবনী আক্তার” দুটি কিডনি নষ্ট হওয়ায় জীবন মরণ সন্ধিক্ষনে চিকিৎসার জন্য ১৩ লক্ষ টাকা প্রয়োজন, তার ক্ষুদ্র আয়ে পরিবারের দু’বেলা অন্ন যোগাতেই হিমশিম অবস্থা…এমন পরিস্থিতিতে তার চিকিৎসা ব্যয় বহন করা তার নিজের পক্ষে সম্ভব নয়… এখন লাবনী আক্তারের বাঁচার আকুতি সে বাঁচতে চায়…!! আপনার একটু আর্থিক সহযোগিতা বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, আসুন, একটু দয়া করুন এই অসহায় মানুষটির জীবন বাঁচাতে..এগিয়ে আসুন যার যার অবস্থান থেকে… সরকারি তিতুমীর কলেজের সকল শিক্ষার্থী- শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সকল পেশাজীবী-কর্মজীবী, অনলাইন এক্টিভিস্ট, সাংবাদিক, খেলোয়াড়, ব্যবসায়ী, বিত্তবান-ধনী, প্রবাসী, রাজনীতিবিদসহ সবার কাছে সর্বাধিক দোয়া ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা কামনা করছি।। আপনার সামর্থ্য অনুযায়ী ৫০, ১০০, ৫০০, ১০০০, ৫০০০, ১০, ২০,৫০ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়াবেন দয়া করে…এই সদকায়ে জারিয়া কাল হাশরের দিনে আপনার-আমার নাজাতের অছিলা হতে পারে।। বিকাশ নাম্বারঃ 01304-964650 personal