করোনা ভাইরাসের সংক্রমণরোধে ও সুরক্ষায় গত ১১ এপ্রিল ২০২০ তারিখে সাবেক ছাত্রনেতা জাহেদ হোসেন চৌধুরী বাবুর পক্ষ থেকে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের কাছে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ফাউন্ডেশন।
স্বাস্থ্য কর্মীদের বিতরণের জন্য শনিবার দুপুরে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের হাতে পি.পি.ই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রহমানি, যুগ্ন সম্পাদক এম শাহনেওয়াজ চৌধুরী, সম্রাট হোসেন সবুজ, শফিউল আজম রিয়াদ, তারেক হোসেন পিবলু, মোহাম্মদ মাসুদ, জসিম উদ্দীন, আনোয়ার, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক গিয়াস উদ্দীন রায়হান, উপজেলা ছাত্রলীগ নেতা মাঈনুর রহমান আসিফ, আবদুল্লাহ আল আরমান, তাওহীদ পৌরসভা ছাত্রলীগ নেতা সাজ্জাদ, জাহেদ, ইমন প্রমুখ।
Post Views: ৪৩৯