নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক বছর পর আবারও গানে ফিরলেন গায়ক রাজা আহমেদ তার বেশ কিছু মৌলিক গানের ভেতর অনাহারী মা , মাটির ঘর এবং আরো অনেক হৃদয় কাঁপানো গানের পর এবার আসছে কাটা ঘায়ে নুনের ছিটা আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এম এন পি মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হবে গানটি গানটি লিখেছেন এবং সুর করেছেন রাজা আহমেদ নিজেই গানটির মিউজিক করেছেন বাংলাদেশের স্বনামধন্য মিউজিক ডিরেক্টর অমিত চ্যাটার্জি। অসাধারণ এই গানটির মিউজিক ডিরেক্টর অমিত চ্যাটার্জী বলেছেন অসাধারণ লেখা এবং সুর চমৎকার গেয়েছেন রাজা আহমেদ আশা করি গান’টি সবাই ভালো লাগবে। গায়ক রাজা আহমেদ বলেছেন গত এক বছরে মোট ১২টি ফোক গান লিখেছি তার ভেতর ৬টি গানের রেকডিংও হয়ে গেছে আশা করি সব গুলো গানি সবাই ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ।