পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার(২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর-১৯) সম্মিলিতভাবে ইস্টার্ন ব্যাংকের কর পরবর্তী নিট মুনাফা ২২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময়ে ব্যাংকটির এককভাবে নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা।
আলোচ্য ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সম্মিলিতভাবে দুই টাকা ৮৩ পয়সা ও এককভাবে দুই টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সম্মিলিত ও একক ইপিএস ছিল যথাক্রমে দুই টাকা ৪৬ পয়সা ও দুই টাকা ৬৮ পয়সা।
ইস্টার্ন ব্যাংক ২০১৮ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৭ হিসাব বছরে ব্যাংকটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।