ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেলে নিয়োগের এমন সার্কুলার দিতে যাচ্ছে সরকার। দেশটির রেলমন্ত্রী পীযূষ গোয়েল এ ঘোষণা দিয়েছেন।
আগামী দুই বছরের মধ্যে এসব নিয়োগ হবে। বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার পদ খালি রয়েছে। আর দুই বছরের মধ্যে খালি হবে আরও প্রায় ১ লাখ। ওইসব পদে নতুন নিয়োগ দেয়া হবে।
রেলমন্ত্রী জানান, রেলে ২ লাখ ৩০ হাজার আরও কর্মসংস্থান তৈরি হবে৷ বর্তমানে ১ লাখ ৩২ হাজার পদ খালি আছে৷ আগামী ২ বছরে ১ লাখ লোক আরও অবসর নেবেন৷