কক্সবাজার জেলার হরিপুর সার্বজনীন নবগ্রহ মন্দিরের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ ই মার্চ হরিপুর নবগ্রহ মন্দির প্রাঙ্গনে এক মহতী ধর্মসভা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। মহোৎসব উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মাষ্টার রাজন অাচার্য্য’র সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন( ট্রাস্টি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বাগীশিক কক্সবাজার জেলার প্রচার এ প্রকাশনা সম্পাদক সমীর রুদ্রের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর মেয়র জনাব মুজিবুর রহমান,প্রধান ধর্মীয় বক্তা শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ( অধ্যক্ষ,জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন, বাঙ্গালখালী,রাঙ্গামাটি), বিশেষ অতিথি শ্রী বাবুল শর্মা(সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ কক্সবাজার) জনাব অাবু বক্কর ছিদ্দিক বান্ডি,ইউপি সদস্য।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন নবগ্রহ মন্দিরের প্রতিষ্ঠাতা পন্ডিত বিটু রাম অাচার্য্য, মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্ডি অাচার্য্য, অর্থ সম্পাদক মিটন দাশ,রাজীব অাচার্য্য কর্ণ, বিপ্লব অাচার্য্য রিচাঁদ প্রমুখ।