বশির আলম সৌরভ : সম্প্রতি গাজীপুরে মনের বাড়ি শুটিং হাউজে শেষ হয়েছে রোমান্টিক ”মন পাগল ”গানের মিউজিক ভিডিও । মৌলিক গল্পে নির্মিত গানটির ভিডিওর কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ সময়ের তরুন নির্মাতা রাজা আহম্মেদ । সহকারী নির্মাতা ছিলেন বশির আলম সৌরভ ও কাজী রায়হান এবং রং বিন্যাসে ছিলেন টিডি ডিপক । প্রদীপ সাহার গীতকবিতায় এবং এ গানটির সুর করেছেন অভি আকাশ কন্ঠ দিয়েছেন রাজা আহম্মেদ । উক্ত গানটির সংগীতায়োজন করেছন অমিত চ্যাটার্জি । এ বিষয়ে তরুন নির্মাতা রাজা আহম্মেদ বলেন , চমৎকার একটি গানের শুটিং করেছি আমরা । আমি বরাবর মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি । এবারো তার ব্যতিক্রম নয় ভিডিওর গল্প , লোকেশন এবং নির্মান দর্শক হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস । আর গানটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেওয়ার মতই । আশা করছি সব মিলিয়ে দর্শক-শ্রোতাদের ভালো লাগবে । স্বপ্ন মাল্টিমিডিয়া চেয়ারম্যান মনির হোসেন জানান, আশা করছি এই গানটি দর্শকমহলে সাড়া ফেলবে । বরাবরে মতই এই গানটিও সবার পছন্দের তালিকায় থাকবে বলে আমি শতভাগ আশাবাদী। উক্ত গান আজ রোজ বৃহ:বার অফিসিয়াল স্বপ্ন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ।