বশির আলম সৌরভ : এই সময়ের তরুণ অভিনেতা সোহান হাসিব ও ফেরদৌসি সুমি কে এবার দেখা যাবে সঙ্গীতশিল্পী টমাস সরকার লিওনার্দোর ‘জান পাখি’ গানের ভিডিওতে। মৌলিক গল্পে নির্মিত গানটির ভিডিওর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালানা করেছেন এ সময়ের তরুণ নির্মাতা রুমান সাবিদ। সহকারী নির্মাতা ছিলেন বশির আলম সৌরভ ও কাজী রায়হান এবং ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম তামিম সম্পাদনায় ও রং বিন্যাসে ছিলেন টিডি ডিপক।
নতুন এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন টমাস সরকার লিওনার্দো । আর গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটারজি। গানটি আজ প্রকাশিত হয়েছে স্বপ্ন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে টমাস সরকার লিওনার্দো বলেন, জানপাখি গানটি নিয়ে আমি খুব আশাবাদী শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে গানটি। আমি বলতে পারি। বাকীটা শ্রোতারাই বিবেচনা করবেন।
রুমান সাবিদ বলেন, আমি বরাবরই মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারো তার ব্যতিক্রম নয়। ভিডিও’র গল্প, লোকেশন এবং নির্মাণ দর্শক হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস। আর গানটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয়ার মতোই। আশা করছি সব মিলিয়ে দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।
স্বপ্ন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জানান,বরাবরের মতন এই গানটি ও পছন্দের তালিকার থাকবে বলে সে আশাবাদী।