নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্বপ্ন মাল্টিমিডিয়া ব্যানারে পক্ষ থেকে আসছে অসাধারন একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিও ”মেঘলা আকাশ ” । অসাধারন এই গানটি লিখেছেন ও সুর দিয়েছেন বর্তমান সময়ের উদয়মান কন্ঠশিল্পী থমাস সরকার লিওনার্দ্যে ,এবং গানটির মিউজিক করছেন অমিত চ্যাটার্জি । গানটিতে মডেল হিসাবে ছিলেন বশির আলম (সৗরভ) এবং অয়ন্তিকা । মৌলিক গল্পে নির্মিত গানটির ভিডিওর কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুন নির্মাতা রুমান সাবিদ । গানটি গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করা হয়েছে । গানটি আসছে ঈদ উপলক্ষ্যে স্বপ্ন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ।
মিউজিক্যাল ফিল্ম প্রসঙ্গে নির্মতা রুমান সাবিদ বলেন, চমৎকার কথা , সুর ও সংগীতে হৃদয় কন্ঠে এই গানটি সবার পছন্দের স্থান করে নিবে । আশা করছি গানটি শ্রোতাপ্রিয়তা পাবে । মডেল অভিনেত্রী অয়ন্তিকা বলেন, গানটির কথা ও সুর অসাধারন । এই ভিডিওটিতে চমৎকার একটি গল্প রয়েছে দর্শকরা আগ্রহ ভরে উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস ।