সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) বাংলাদেশি প্রবাসী শাহিন, সাইফুল ও খোরশেদ আলম তপনসহ এক পাকিস্তানি নাগরিক রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে হারাদে এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে আহত তপনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নিহত শাহিন বাগেরহাট জেলা ও সাইফুল ফেনীর বাসিন্দা বলে জানা গেছে।