আন্তর্জাতিক ডেস্ক: মানসম্পন্ন না হওয়ায় চীন থেকে আনা ৬ লাখ সুরক্ষা মাস্ক হাসপাতালগুলো থেকে প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএফপিকে জানায়, ২১ মার্চ ১৩ লাখ মাস্ক চীন থেকে আসে। স্বাস্থ্যকর্মীদের এরইমধ্যে প্রায় ৬ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এরইমধ্যে চালানের বাকি অংশ স্থগিত করা হয়েছে। এতে বলা হয়, এই মাস্ক পুরোপুরি মুখ ঢাকে না এবং এতে ত্রুটিযুক্ত ফিল্টার দেওয়া। এই মাস্ক পড়লে আক্রান্ত হওয়ার সম্ভবনা আরো বেড়ে যায়।
এদিকে চীনের দেয়া কীটে ৮০% ভুল রিপোর্ট পাওয়া গেছে স্পেনে। ইতালিতে ব্যাপক সাবধানতা অবলম্বনের পরো করনা ভাইরাসের ব্যাপক বিস্ত্রিতি ছড়িয়ে প্রার জন্য চীনের দেয়া চিকিৎসা সরঞ্জামকে দায়ী করা হচ্ছে।দেশটির ডাক্তার নার্সদের মধ্যে অত্যধিক হারে সংক্রমণ ছড়িয়ে পরা সে দিকে ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের তৈরী যেকোন স্বাস্থ্য সামগ্রী পরিহার করতে নির্দেশনা জারি করেছে।
Post Views: ৪৩৯