ছোটন চক্রবর্ত্তী সাতকানিয়া
সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ এলাকার মানুষের প্রানের দাবি সংরক্ষিত নারী সাংসদ হিসেবে এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যার সাথে অত্র এলাকার মানুষের সম্পৃক্ততা রয়েছে।
যিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকবেন। অন্তত নারীদের সাথে যার নিবিড় যোগাযোগ থাকবে। নারী জাগরণ, নারীদের সমস্যার সমাধান ও সমাজ উন্নয়নে যিনি পাশে থাকবেন। যিনি বর্তমান আওয়ামীলীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, গৃহীত প্রকল্প ও পদক্ষেপ সম্পর্কে নারীদের সজাগ ও সচেতন করতে ভূমিকা রাখবেন।
বিগত ১০বছরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সাংসদের নাম শুনেছে শুধু, চোখে দেখার সৌভাগ্য হয়নি অত্র এলাকার সাধারণ মানুষের।
সদ্য হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অত্র এলাকাসমূহে অন্তত নারীদের নিয়ে একটা উঠান বৈঠকের নজির পর্যন্ত নেই এসব দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সাংসদদের।
সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা, বেতন-ভাতা ভোগ করতে লজ্জা থাকা উচিত বিগত সময়ের এসব সংরক্ষিত নারী সাংসদদের। ঊনারাই যদি আবার উক্ত পদের জন্য তদবির করেন তবে বলব ঊনারা চরম লজ্জাহীন।
মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে বিনীত নিবেদন জনসম্পৃক্ত কাউকে অত্র এলাকার নারী সাংসদ হিসেবে দায়িত্ব দিন, যিনি অন্তত সরকারের উন্নয়ন প্রচারে ভূমিকা রাখবেন এবং নারী উন্নয়ন ও নারী জাগরণে ভূমিকা রাখবেন।
*জয় বাংলা *জয় বঙ্গবন্ধু *জয়তু শেখ হাসিনা