বশির আলম ( সৌরভ ) : সারাদেশের মতো রাজধানীর সরকারি তিতুমীর কলেজও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা।সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে যুগপৎভাবে কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে সোনার বাংলার চূড়ান্ত লক্ষ্যে।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধভিত্তিক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। কলেজের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আকবর হোসেন পাঠান (ফারুক)। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং প্রতিষ্ঠাতা এমিরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ মোসা. আবেদা সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল মোড়লসহ কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।