প্রতিনিধি টঙ্গী (গাজীপুর) :
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার টংগী বাজার আইআরআই মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট,টংগী’র সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদক সৈয়দ আতিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া।
অনুষ্ঠানে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, ফরিদ উদদীন পাশা, শেকানুল ইসলাম শাহী, মাধব আচার্য, এম এ মালেক, জহিরুল আলম বাধন, এইচ এম ফারুক, নিজাম উদ্দিন, মুস্তফা কামাল বাদল, নাজিম আহমেদ, শাহজাহান শোভন, উজ্জল লস্কর প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ, স্মৃতিচরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে।