শ্রীলঙ্কায় ডেঙ্গু ভাইরাসজনিত কারণে চলতি বছর ৫২ জন মারা গেছেন। এতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ।
চীনের সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সাড়ে ৯ হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। কলম্বো ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী গামপাহা ডিস্ট্রিক্ট ও পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া ডিস্ট্রিক্টের বাসিন্দাদের মধ্যেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।
এই অবস্থায় প্রচণ্ড জ্বরের সঙ্গে বারবার বমি, লাল প্রস্রাব দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা।