প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
রাজধানীর তুরাগের ভাটুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারেন্টেন্ট মো: শফিউল্লাহ (৬০) গতকাল রোববার রাত সাড়ে ৮টায় নয়ানীর চালা তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ১২টায় মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলা রায়পুরা থানার বড়–ফা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেধনা জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল বারিক, সাবেক মেম্বার জবেদ আলী, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।