মোঃ মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে জুন শুক্রবার সকাল ১০ টার সময় শাহজাদপুর থানার অভ্যার্থনা কক্ষে শাহজাদপুর সাংবাদিক ফোরামের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্য মোঃ সবুজ রানা, ওসি (তদন্ত) মোঃ আসলাম আলী, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল , সাধারন সম্পাদক তাহছিন নূরী খোকন , সহ সভাপতি আব্দুল আল মাহবুব, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, কোষাধক্ষ্য সেলিম তালুকদার, কার্যকারী সদস্য আমিরুল ইসলাম বাবু , সাংবাদিক শরিফুল ইসলাম, মাসুম হোসেন অন্তু, সাংবাদিক বাবুল, সাংবাদিক হিরু, সাংবাদিক তারেক, আব্দুল্লাহ সহ শাহজাদপুর সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় শাহজাদপুরের আইন শৃঙ্খলা রক্ষা, মাকদ্রব্য নির্মূল, সন্ত্রাস ও জুয়া বন্ধসহ শাহজাদপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সম্পর্কে আলোচনা করেন এবং সাংবাদিকদের সাথে পাশে থেকে তাদের সহযোগিতা নিয়ে কাজ করবেন এই প্রত্যাশা রাখেন নবাগত ওসি সবুজ রানা।