বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শায় পাঁচটি ফিলিং ষ্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে শার্শা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী ও খুলনা বিএসটি আইয়ের পরিদর্শক আব্দুর রাকিবের উপস্থিতিতে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনে নাভারণ ফিলিং ষ্টেশন, শ্যামলাগাছির শ্যামলি ফিলিং ষ্টেশন,বেনাপোলের শাহাজালাল ফিলিং ষ্টেশন, তালশারির মিলন পেট্রোল পাম্প,কাগজপুকুরের হক ফিলিং ষ্টেশন। এদিকে বেনাপোল ফিলিং ষ্টেশন ও কাগজপুকুর তনিমা ফিলিং ষ্টেশনের ক্যালিভিশন চার্ট না পাওয়ায় দুই পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান চালিয়ে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।