মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গণজামায়েত রোধে বগুড়ার শাজাহানপুরে চা স্টলে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা পারভীন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, পুলিশের এসআই সুশান্ত কুমার সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, গণজমায়েত রোধে সরকারের নির্দেশ না মানায় উপজেলার আড়িয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় সাজেদুর রহমান, প্রশান্ত কুমার, রবিউল ও জাকারিয়া নামে চারটি চা স্টল মালিকের মাথাপিছু দুইশত টাকা করে জরিমানা করা হয়।