প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল সোমবার সকালে টঙ্গীতে জাতীয় শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি টঙ্গী কালীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী বাজার মিতালী সিএনজি পাম্পে গিয়ে শেষ হয় এবং এক প্রতিবাদ সভার আয়োজন করে। এ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করে। সভায় বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো: ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা শরীফুল ইসলাম বাধন, কাশিমপুর সাংগঠনিক থানা যুবলীগ নেতা রিপন সরকার, গাছা থানা যুবলীগ নেতা আশরাফুল আলম এনামুল, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মনির হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা হাবিবুর রহমান সরকার, পূবাইল সাংগঠনিক থানা যুবলীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারকে দিনেদুপুরে তার নিজ বাড়ীর সামনে হত্যা করে। নূরুল ইসলাম দিপু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হওয়া সত্ত্বেও জাতীয় পার্টি তাকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গাজীপুরবাসী ক্ষুব্ধ। অনতিবিলম্বে উক্ত পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে দ্রুত নূরুল ইসলাম দিপুসহ ঘৃণিত খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানান।