সারা বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাসে আতংকিত। তখন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মানুষ গুলো পড়েছেন উভয় সংকটে। যারা দিন আনে দিন খায় তারা কর্মসংস্থানের জন্য ঘর থেকে বের হতে না পেরে পরিবারের মধ্যে তুলে দিতে পারছেনা দু’মুঠো ভাত।
অন্য দিকে  করোনাভাইরাস সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি টানা ১০ দিনের ছুটি পেয়ে গ্রামে ছুটে এসেছেন অনেক মানুষ। যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দিলেও বিকল্প পথে শতশত মানুষ বাড়ি ফিরেছেন। গ্রামে ফিরে আসার এই দৃশ্য অনেকটা ঈদের ছুটিতে ফেরার মতো দেখা গেছে।
অভিযোগ আসছে, বিদেশ ফেরতদের কেউ কেউ সামাজিক দূরত্ব না মেনে ইচ্ছামতো ঘোরাঘুরি করছেন। এতে তারা গ্রামকেও অনিরাপদ করে তুলেছেন। গ্রামের বিভিন্ন হাট-বাজার রাস্তার মোড় গুলোতে উপচে পড়েছে শহর থেকে ছুটিতে আসা লোকগুলো। তাদের দেখে মনে হচ্ছে এ যেন ঈদের ছুটি কাটাচ্ছে। সরকারের বেঁধে দেওয়া নিয়মগুলো তারা মানার আগ্রহটুকু দেখাচ্ছে না। বিকেলে মোড়ে মোড়ে চা খাওয়া ও আপ্পায়নে ব্যস্ত তারা।
সুতরাং এখন গ্রামে সবচেয়ে বেশি ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যেভাবে গ্রামে মানুষ ফিরেছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলো, সেখানে গাদাগাদি করে বিভিন্ন পরিবহনে মানুষ গ্রামে ফিরেছেন, সেটিতে আরও ঝুঁকি তৈরি হলো।

বিশেষজ্ঞদের মতে টানা ১০ দিন ছুটি ঘোষণার পর মানুষ ইচ্ছামতো গ্রামে ফিরেছেন। আসা- যাওয়ার পথে এসব মানুষ অন্যদের সঙ্গে মিশেছেন, আবার গ্রামে ফিরেও পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সংস্পর্শে থাকছেন। সেদিক চিন্তা করেই এখন গ্রামেও ঝুঁকি তৈরি হলো। তবে জেলা প্রশাসক, পৌরসভা ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে গ্রামে ফেরা এসব মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশ ফেরতদের নাম-ঠিকানা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন প্রশাসন।

অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় রাখার যে উদ্দেশ্য নিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল, তা কতটুকু কাজে আসবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। জানা গেছে, আগে থেকে বিদেশ ফেরত ব্যক্তিরা গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হলেও অনেক ব্যক্তিই তা মানছেন না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়।

শর্ত না মানার দায়ে ২/১ জনকে জরিমানা করা হয়েছে। অন্যত্র থাকার কারণে বিদেশফেরতদের ঠিকানায় গিয়েও অনেককে পাওয়া যাচ্ছে না। অপরদিকে সামাজিক দূরত্ব মেনে চলে ‘নিজে নিরাপদ থাকি, সবাইকে নিরাপদ রাখি’ এই আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা ও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে সকাল-সন্ধ্যা মাইকিং করে বলা হচ্ছে, পৃথক কক্ষে অবস্থান করুন। পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখুন। অন্তত ১৪ দিন বাইরে ঘোরাঘুরি করবেন না। এসব বিষয় না মানলে নিজের পাশাপাশি পরিবারের সদস্য মা-বাবা, ভাইবোন, স্ত্রী, ছেলেমেয়েসহ প্রতিবেশী সবার জন্য ঝুঁকি তৈরি হবে। সর্বোপরি দেশের সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আকতারুজ্জামান বলেন, দেশের বাইরে থেকে গ্রামে ফিরে আসার ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। এটি অস্বীকার করার উপায় নেই। যেহেতু সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা যাবে না, সুতরাং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন তাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর করোনা প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলোর যথাযথভাবে প্রয়োগ করতে হবে। অর্থাৎ, যারা বাড়িতে ফিরেছেন, তাদের নিজেকে অন্যদের কাছ থেকে দূরত্বে রাখতে হবে।

উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয়। সাধারণ মানুষকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। যদি এসব নির্দেশনা মেনে না চলেন, তাহলে ঝুঁকি তৈরি হবে। সেটি সবাইকে বুঝতে হবে। তিনি বলেন, সরকার সবাইকে রক্ষা করতে চায়। যেমন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হলো, কিন্তু অনেকে তা মানলেন না। এর মধ্য দিয়ে নিজের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেললেন। এরপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়ে খুঁজে বের করতে হচ্ছে। জরিমানা করাটা সত্যিই দুঃখজনক।

রোগটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য দেশের বাইরে থেকে ফিরে আসা মানুষদের, হোম কোয়ারেন্টাইনে শর্ত মেনে ঘরের মধ্যে পৃথকভাবে অবস্থান করে পরিবারের সদস্য, প্রতিবেশী সবার সঙ্গে দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখলে আমরা এই রোগটি মোকাবিলা করতে সক্ষম হবো।

সুতরাং সবাইকে এই নির্দেশনাটি মেনে চলতে হবে। সকলের সচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরন ছাড়াও বাইরে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী। দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত নবজোয়ার তরুন সংঘের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১ বেনাপোল সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামি গ্রেফতার রূপগঞ্জে বাণিজ্য মেলা ঢিলেঢালা চলছে স্টল নির্মাণে ধীরগতি