আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা ।কথায় আছে পৃথিবীতে দান করে কিংবা মানব সেবা করে কেউ কখনো গরীব হয় নি, বরংগরীব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি।
নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝে আনন্দ খুঁজে পান দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের এনু মিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী। এলাকার সমস্যা ও উন্নয়নের জন্য সব সময় যার চিন্তা ভাবনা। তারই ধারাবাহিকতায় আজ পহেলা জানুয়ারি সকালে খাগরিয়া ৪ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম রাহি নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।
রিদুয়ানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,প্রধান অালোচক হাসান মাহমুদ প্রধান শিক্ষক শফিকউল্লাহর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কাজী ইয়ার মোহাম্মদ ,নবীউল করিম ,জাহাঙ্গীর আলম, ডাক্তার জসিম ছাদেক, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন চৌধুরী রোখন,আব্বাস উদ্দিন, সাইদুল ইসলাম কাইছার, নিজাম উদ্দিন, মাওলানা মোঃ আসাদুল্লাহ ,মোঃমিনহাজ, মোঃ হাসান উল্লাহ, মোহাম্মদ নাজিম মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নুরুল ইসলাম হাফেজ মোঃ মারুফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।।