পিতৃ-মাতৃহীন শিশু এবং সন্তান পালনে আর্থিক সঙ্গতিহীন পিতামাতার সন্তানদেরপ্রতিপালনের জন্য পরিচালিত আবাসিক প্রতিষ্ঠান হলো এতিমখানা। এতিম শব্দের আভিধানিক অর্থ একাকী বা নিঃসঙ্গ হয়ে যাওয়া, অবজ্ঞা বা অযত্ন প্রদর্শন করা। যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হবার পূর্বে পিতৃহারা হয়ে পিতৃস্নেহ বঞ্চিত হয়, পারিভাষিক অর্থে তাকে এতিম বলা হয়।
বাংলায় এতিমের প্রতিশব্দ হলো অনাথ। ইসলামে এতিমদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ রয়েছে। দেশের বেশীরভাগ এতিমখানা যাকাত ও বিভিন্ন দানের মাধ্যমে চললেও এনুমিয়া অায়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হেফজখানা গড়ে তুলেছে।গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সাতকানিয়া খাগরিয়া ইউনিয়নে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ গঠন এডভোকেট রিদুয়ানুল হকের সভাপতিত্বে গঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর মোঃআবদুল মন্নান,বিশেষ অতিথি ডাঃখোরশেদ আলম, মুহাম্মদ নাজিম উদ্দিন, নবীউল করিম,শহিদুল ইসলাম,মোঃশহিদ। দোয়া পরিচালনা করেন মৌলানা মুহাংমুখতার আহাংশিবলী,মৌলানা শাহ আলম তাহেরী, মৌলানা শফিকুল্লাহ, আবুল বশর ছানি।অনুষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলের মতামতে একটি নতুন পরিচালনা কমিটি (২০১৯-২০২০)গঠন করা হয়।
মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতি,ডাঃনুরুল আলম জিকু সাধারণ সম্পাদক,মোঃইসমাইল, মোঃমনির আহমদ সহ-সভাপতি,মোঃশাহ আলম,সরওয়ার আলম যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃজসিম সাদেক অর্থ সম্পাদক,মোঃহারুনুর রশিদ সহ- অর্থ সম্পাদ, কিসমত আলী প্রচার সম্পাদক,মোস্তাক আহমদ সহ-প্রচার সম্পাদক,ইলিয়াস সাকি, শামসুল ইসলাম, রেজাউল করিম মোঃনুরুল আলম সঃ, মোঃজয়নাল আবেদীন, সাইফুল ইসলাম কে কার্যকরী সদস্য নিবার্চিত করেন।