মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন :
রাজধানীর তুরাগ ও দক্ষিন খান থেকে ডাকাত ও জঙ্গি সন্দেহে পৃথক দুটি ঘটনায় ৮ জনকে আটক করেছে র্যাব-১ এর ব্যাটালিয়ান ফোর্স। র্যাবের মিডিয়া উইং এর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, একটি বিশেষ অভিযানে রাজধানীর তুরাগ এলাকায় চাঞ্চল্যকর কোরবানির পশু ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত ডাকাত দলের চার সদস্যকে তুরাগ থেকে গ্রেপ্তার করেছে। এ সময় ভিকটিমের ব্যবহৃত মোবাইল এবং হত্যাকান্ডে ব্যবহৃত হাতুরি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন ১) মোঃ আমজাদ হোসেন (৪৫) পিতা- মোবারক আলী, সাং- রাম জীবনপুর, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল, বর্তমান ঠিকানা- ডিবিএল গেইট, বারেন্ডা, সেলিনার বাড়ির ভাড়াটিয়া, থানা- কাশিমপুর, জিএমপি, গাজীপুর। ২) মোঃ বাবুল হোসেন (৪০) পিতা- মোজাহার আলী, সাং- ভোগা, থানা- সিংড়া, জেলা- নাটোর। ৩) মোঃ উজ্জল মিয়া (২৬) পিতা- মোঃ আব্দুস ছাত্তার মিয়া, সাং- উত্তর ফলিয়া, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা, বর্তমান ঠিকানা- বড়ঘের চালা, থানা- শ্রীপুর, জিএমপি, গাজীপুর। ৪) মোঃ আজমল (২৭) পিতা- মোঃ আশরাফ আলী, সাং- ফুলবাড়িয়া, থানা- লালপুর, জেলা- নাটোর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ভিকটিমের ব্যবহৃত ০২ টি মোবাইল ফোনসহ মোট ০৬ টি মোবাইল, হত্যাকান্ডে ব্যবহৃত হাতুরী ও বেলুন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা বর্ণিত ডাকাতি ও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
অপর দিকে, রাজধানীর দক্ষিণখান থেকে ‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
আটককৃতরা হলেন ১) সিরাজুল ইসলাম সেহেল মৃধা (৩৮) জেলা- পাবনা। ২) মনিরুজ্জামান মনির (৪০) জেলা- নারায়নগঞ্জ। ৩) এস এম হাফিজুর রহমান সাগর (৪৫) জেলা- খুলনা। ৪) মোঃ শফিউল মোযনাবীন তুরিন (২৭) জেলা- রংপুর।
গত মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।