লিখন রাজ,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : রূপগঞ্জের সদর ইউনিয়নের আলোয়ভরা আগারপাড়া সামাজিক সংঘে’র উদ্যেগে আজ রোববার বিকাল ৪ টায় সংগঠনের কার্যালয়ে বিধবা কিডনি রোগী রোকেয়া বেগমকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া হয়।
সংগঠনের সভাপতি মো. রাসেল মাহমুদ বিধবা রোকেয়া বেগম এর হাতে নগদ অর্থ তুলে দেন। সংগঠনের সহ-সভাপতি আবদুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি মো. রাসেল মাহমুদ বলেন, আলোয়ভরা আগারপাড়া একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনের সকল সদস্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাশ্রম দিয়ে বিশেষ অবদান রাখছেন। রোকেয়া বেগম এর মতো আরো অসহায়, বিধবা রোগী আছেন, যাদের দুঃসময়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, অত্র অঞ্চলে নানাধরণের সমস্যা বিদ্যমান। সব সমস্যা সরকার বা প্রশাসনের একা সমাধান করা সম্ভব নয়। নাগরিক হিসেবে সমাজে আমাদের ও দায়ভার রয়েছে।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোয়ভরা আগারপাড়া’র সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ মো. রনি মিয়া, জজ মিয়া, আরব আলী, বাবর আলী, রফিকুল ইসলাম, আজমীর প্রমুখ ।