লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :১৫ অাগষ্ঠ বৃহস্পতিবার দুপুরে নারায়গঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ছাত্রলীগ ও দাউদপুর ইউনিয়নে সকল ওয়ার্ড ছাত্রলীগ এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি ছিলেন ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ,অর্থ বিষয়ক সম্পাদক মো:ইমন মিয়া।নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য হেমন্ত সূত্রধর, সহ আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান সরকার শিপন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব সহ প্রত্যেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য আশিকুল ইসলাম খোকন বলেন,
১৯৭৫ সালের এই দিনে রাতের অন্ধকারে বন্দুকের নল উঁচিয়ে সংবিধান পদদলিত করে অবৈধ পথে ক্ষমতা দখল ও দখলিকৃত ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য সংবিধান পরিবর্তনের অশুভ ধারা সূচিত করার লক্ষ্যেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্রুদের প্ররোচনায় মানবতার দুশমন, নরঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারকে নৃশংসভাবে হত্যা করে। ওরা ভেবেছিলো বঙ্গবন্ধু কে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই যে লাল-সবুজ বাংলাদেশ।
মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় (বস্র ও পাট মন্ত্রী) অাধুনিক স্বনির্ভর রূপগঞ্জ গড়ার কারিগর, গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক (এম.পি) মহোদয়ের জন্য দোয়া করা হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ কর হয়।