রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে উপজেলাব্যপি চলছে সেনা টহল। এসময় রামগঞ্জ শহর,সোনাপুর বাজার, পানপাড়া বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।
সরকারী নিয়ম লঙন করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখা এবং ব্রিকফিল্ড সহ ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান স্থানীয় এলাকাবাসীকে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, আগামী কয়েকটা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। আগামী দুই সপ্তাহ আমরা অত্যাবশ্যক কোন কাজ ছাড়া যেন ঘরের বাহিরে না থাকি।
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমনরোধে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। করোনা ভাইরাসের কারনে অসহায় ও দুস্থ্যদের মাঝে সরকারী বরাদ্ধে ত্রান পৌঁছানো হচ্ছে। তালিকা তৈরি হচ্ছে। সুষম বন্টনের মাধ্যমে ঘরে ঘরেও ত্রান পৌঁছানো হবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহীনির লেফটেন্যান্ট সামিয়া সামরুজ সহ অন্যান্যরা।
Post Views: ৩৯২