সকাল ৯টা। রাজধানীর সাইন্সল্যাবের রোডে প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশার যানজট লেগে আছে। তাদের পথরোধ করে দাঁড়িয়ে আছে একদল পুলিশ সদস্য। কয়েকজনের হাতে লাঠি।
অন্যান্যদিন নানা অজুহাতে গাড়ি চলতে দেখা গেলেও আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সিংহভাগ গাড়িই ফিরে যেতে বাধ্য করছিলেন পুলিশ বাহিনীর সদস্যরা।
মিটফোর্ড হাসপাতালে একজন টেকনোলজিস্ট তাকে রিকশা নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছিলেন কিন্তু তাকে ফিরিয়ে দেয় পুলিশ। খাদ্য পণ্যবাহী গাড়িতেও একাধিক লোক থাকলে তাদেরও ফিরিয়ে দিচ্ছিলেন তারা।