কোপা আমেরিকায় এবার আর কোন ভুল করতে চায়না আর্জেন্টিনা। আসরের আগে দুটি প্রীতি ম্যাচে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পেয়ে খুশি ফুটবলাররা। গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার দায়িত্ব নিতে পারেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তিনি কোচ হয়ে এলে তা আলবিসেলেস্তের জন্য আরো ভাল হবে বলেও মত ফুটবলারদের। এদিকে, প্রস্তুতি ম্যাচে নেইমার না থাকলেও তার শূন্যতা পূরণে ব্রাজিলের হয়ে ভূমিকা রাখতে চান গ্যাব্রিয়েল জেসুস।

মাদ্রিদে অনেকদিন পর মেসি ফেরায় অনুশীলনে যেন প্রাণ ফিরে পেয়েছে আর্জেন্টিনা। নির্ভরতার প্রতীক এই তারকাকে পেয়ে অন্য সবার মাঝেও ফিরে এসেছে আত্মবিশ্বাস। পরপর দুটো কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাটা হতাশার আর্জেন্টিনার জন্য। এবার জুনে ব্রাজিলে বসছে আরো একটি কোপা আমেরিকার আসর।

চির প্রতিদ্বন্দ্বীদের মাটিত কি ঘুচবে শিরোপার ক্ষরা। আশা করতেতো আর দোষ নেই। দুই প্রস্তুতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও মরোক্কো। দলে বেশ পরিবর্তন এনেছেন লিওনেল স্ক্যালোনি। নেই আগুয়েরো, হিগুইন, ইকার্দিদের মত ফেবারিটরা। কিন্তু এক মেসি জ্বলে উঠলেতো, ম্যাচের মোর ঘুরে যেতে পারে যেকোন সময়।

মেসি শুধু একটি নামই নয়। নতুনদের জন্য প্রেরণার বটে। এমনটাই শোনা গেল আর্জেন্টিনা দলের ফুটবলারদের। মিডফিল্ডার ইভান ম্যারকোন বলেন, মেসি ফেরায় আমাদের সবার মাঝে আত্মবিশ্বাস ফিরে এসেছে। ওর সঙ্গে খেলবো ভাবতেই ভাল লাগছে। সে আমাদের সবাইকে বেশ অনুপ্রাণিত করছে। আশা করছি ভেনেজুয়েলাকে হারাতে পারবো।”

স্ক্যালোনি দায়িত্ব নেয়ার পর, খুব একটা খারাপ করেনি আর্জেন্টিনা। কিন্তু তারপরও শোনা যাচ্ছে মেসিদের পরবর্তী কোচ হতে পারেন দিয়েগো সিমিওনে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই কোচ দায়িত্ব নিয়ে দলের জন্য খভাল। হবে বলে মনে করেন ফটুবলাররা।

তিনি আরো বলেন, স্ক্যালোনির সঙ্গে আমরা ভালই আছি। জানিনা ফুটবল ফেডারেশন ক ভাবছে। তবে, সিমিওনে এলে ভালই হবে।

এদিকে, পোর্ততে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে কোপা আমেরিকার এবারের আসরের আয়োজক ব্রাজিল। নিজেদের মাটিতে কোনভাবেই শিরোপা হাতছাড়া করতে চায়না সেলেসাওরা। তবে, ২০১৪ বিশ্বকাপে আয়োজক হিসেবে সফলতা না পাওয়ার দু:সহ স্মৃতিটা তাদের সতর্ক করছে প্রতি মুহূর্তে। তাইতো প্রস্তুতি ম্যাচে শীষ্যদের ভালভাবেই ঝালিয়ে নিচ্ছেন তিতে।

পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পাওয়াটা কটিন হবে না বলেই আশার কথা শুনিয়েছেন ফুটবলাররা।

গ্যাব্রিয়েল জেসুস বলেন, দল ভাল অবস্থায় আছে। সবার মাঝে বোঝাপড়াটাও বেশ। তবে, নেইমার থাকলে আরো ভাল হত। ওকে মিস করবো আমরা। ওর শূন্যতা পূরণে প্রস্তুতি ম্যাচে সবাই সেরাটা দেয়ার চেষ্টা করবো।

জুনে শুরু হওয়া কোপা আমেরিকায় এ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ বলিবিয়া, ভেনেজুয়েলা ও পেরু।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে