সাখাওয়াত হোসেন (তুহিন),মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে যথাযােগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়ছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আলােচনা সভা, দোয়া, চিত্র প্রদর্শণ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বুধবার সাড়ে ১১: টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশাের।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দেরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে কােরআন তেলাওয়াত করেন, ইসলামিক ফাউন্ডশনের কেয়ার টেকার মাওলানা হাবিবুর রহমান। আলােচনা শেষে দােয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মুফতী সাদেকুল ইসলাম।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদর বিভিন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযাদ্ধা, সাংবাদিক ও সুধীজনেরা উপস্তি ছিলেন।