আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে আলোচনা সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে।
এ লক্ষে আজ ২৮ ফেব্রুয়ারী-২০২০ শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় কদমতলা বাজারের নিউমার্কেটে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের রতনপুর ইউনিয়ন সভাপতি বিক্রম পাত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ সুজন, পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ আব্দুল কাদের, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্দোপধ্যায়, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আব্দুর রহমান, ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখা সাধারণ সম্পাদক এম এ মামুন বিশ্বাস, জেলা সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার,সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আজহারুল ইসলাম সাদী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ হাফিজ, সাতক্ষীরা সদর উপজেলা সহ-সভাপতি আলমগির কবির ও যুগ্নসাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাতক্ষীরা পৌর সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও যুগ্নসাধারণ সম্পাদক আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা সহ-সভাপতি শাহিনুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক অমল সরকার, আলহাজ্ব আনছার গাজি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় ঘোষিত মুজিব জন্মশত বার্ষিকী উদযাপনের কর্মসূচি যথাযথ ভাবে বাস্তবায়নে উদ্যোগ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় বাজারে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ ফিতা কেটে ১১নং রতনপুর ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।