পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাঘুরি করার দায়ে মনির হোসেন (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবারে (১৮মার্চ) বিকালে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকায় মনির হোসেন প্রকাশ্যে চলাফেরা করায় তাকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। ওই প্রবাসী একই গ্রামের মোঃ আইয়ুব খানের ছেলে।
তিনি গত ১১ই মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। পরে সুবিদখালী বাজার, বিদ্যালয় ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন খেলার মাঠসহ বিভিন্ন জনসমাগমস্থলে উপস্থিত জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে প্রচারনা চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান শেষে মনির হোসেনকে তার নিজ বাড়ীতে পৌঁছে দিয়ে আগামী ৮দিন নিজ গৃহে আলাদা স্থানে থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মির্জাগঞ্জে বিদেশ থেকে দেশে এসেছেন ১০২ জন। তাদের সবাইকে নজরদারিতে রাখা হচ্ছে।
এদিকে, আজ ১৯শে মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মির্জাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে-ঘুরে মাইকিং ও লিফলেট বিতরন করা হচ্ছে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এম আর শওকত আনোয়ারুল ইসলাম সকল পুলিশ সদস্য ও জনসাধারনকে সাথে নিয়ে এ প্রচারনা করেন। প্রচারকালে বিভিন্ন মানুষের হাতে টিস্যু পেপার তুলে দেন ওসি । এবং হাঁচি ও কাশি দেয়ার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে সকলকে পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার এসআইসহ পুলিশ কর্মকর্তারা।