হাফিজুর রহমান জিহাদ, মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন রোধে ‘ফ্রেন্ডস ভিউ, চরখালী-২০১৩’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে জনসাধারনের মাঝে ফ্রি মাস্ক,হ্যান্ড গ্লাভস ও সাবান বিতরন করা হয়েছে এবং যানবাহনে জীবানুনাশক স্প্রে দেয়া হয়েছে।
আজ শনিবার(২৮ মার্চ) সকালে সংগঠনটির সভাপতি মোঃ ইব্রাহীম সিকদারের উপস্থিতিতে এবং স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি ১০০টি মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সাবান বিতরন করা হয় এবং যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ সুমন ও সদস্য নাসির, মাসুদ রানা, শুভ সহ অনেকে।
এসময় সংগঠনের সভাপতি ইব্রাহীম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে অবহিত করা এবং তাদের সাহায্য করা আমাদেও নৈতিক দায়ীত্ব। তারা যাতে করোনা ভাইরাস রোধে সতর্ক থাকে সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদেও দেখে বড় বড় সংগঠন এবং বড় ব্যক্তিরা যাতে এগিয়ে আসে সেই আহবান জানাই।
ইজিবাইক চালক ফজলু বলেন, ছুটির জন্য যাত্রী কম কিন্তু পেটের দায়ে রাস্তায় নামতে হয়। মাস্ক আর গ্লাভস পাওয়ায় একটু হলেও ঝুঁকি কমছে আমাদের। সবাই সহযোগীতার হাত বাড়ালে আমাদের মতো ক্ষুদ্র আয়ের মানুষদের রোগ সংক্রমন কমবে।