নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গরীব অসহায় মানুষদের মাঝে মাক্স ও হ্যান্ডগ্লাভস বিতরণ করেছেন দৈনিক সর্বকন্ঠ অনলাইন নিউজ পোর্টাল। আজ ৩১ মার্চ মঙ্গলবার দৈনিক সর্বকন্ঠ পত্রিকার প্রকাশক আরিফুল ইসলাম, সম্পাদক এ,এস,এম, মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক ছগির আহমেদ এর সার্বিক সহযোগিতায়, বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও অসহায় মানুষদের মাঝে মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছেন দৈনিক সর্বকন্ঠ পত্রিকার সাংবাদিকবৃন্দ। দৈনিক সর্বকন্ঠ পত্রিকার প্রকাশক আরিফুল ইসলাম সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের প্রকোপে এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরাও করছি। সরকারের পক্ষ থেকে লকডাউনও ঘোষণা করা হয়েছে। মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য ঘর থেকে বের হতে হচ্ছে। বিভিন্ন এলাকার গরীব, অসহায়সহ নিম্ন আয়ের মানুষদের ঘরে থাকার কোন সুযোগ নেই। কারণ তারা একদিন কাজে বের না হলে তাদের ঘরের চুলা জ্বলে না। করোনাভাইরাস মানুষের হাত মাধ্যমে চোখ, নাক-মুখ দিয়ে ফুসফুসে প্রবেশ করে। সর্বপ্রথম আমাদের হাত, নাকি ও মুখের দিকে খেয়াল রাখতে হবে। তাই তারা যেন বাহিরে বের হওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে পারে, এজন্য দৈনিক সর্বকন্ঠ পত্রিকা মানুষকে সচেতন করার জন্য মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করে যাচ্ছে। আর আমরা সাধ্যমত সবসময়ই মানুষের সেবা করে যাবো। কিছু না দিয়ে পারি অন্তত এই সংকটময় মুহুর্তে ছোট্ট একটি ভালো পরামর্শ দিয়েও সেবা করা যায়।