সোহেল রানা দিপু ( মানিকগঞ্জ) :
সাটুরিয়া ইউনিয়ন ঘিওর গ্রামে গতকাল আনুমানিক রাত ১০:৪৫ এ রফিকুল ইসলাম এর বাড়িতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে ভয়াবহ আগুন লেগে গোয়াল ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়, গোয়াল ঘরে থাকা ২টা গরু ও ১টা ছাগল মারা যায় তারপর তাদের বড় ঘর (থাকার ঘরে) আগুন লেগে ঘরের ভিতর থাকা ফার্নিচার ও যাবতীয় আসবাব পএ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। রফিকুল ইসলাম ২/৩ সমিতির ক্যাশিয়ার ছিলেন এবং তার ঘরে সেই সমিতির টাকা রাখা ছিলো (প্রায় ৪/৫ লাখ) সেই টাকা গুলোও পুড়ে যায়। এলাকার লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেস্টা করে, তারপরে ফায়ারসার্ভিস এর ইউনিট এসে পুরো আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সব জায়গায়,এলাকার লোকজন ছোটাছুটি করে আগুন নিভিয়ে কিছুটা নিয়ন্তনে আনে,তার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
রফিকুল ইসলামের শরীরে জ্বর থাকার কারণে আগেই ঘুমিয়ে যায়, গোয়াল ঘরে থাকা কয়েল থেকে আগুন এর সূএপাত ঘটে প্রথমে তার ছোট ছেলে বুঝতে পারে আগুন লেগেছে তারপর সে চিৎকার করে সবাইকে ঘর থেকে বের করে, তখন আগুন পুরো ছড়িয়ে পড়ে, রফিকুল ইসলাম গোয়াল ঘরে থাকা গরু গুলো কে বের করতে গিয়ে তার অর্ধেক শরীর আগুনে পুড়ে যায় তখন তাকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার এখন সর্বহারা হয়ে গেছে।