রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কেনার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করতে গেলে প্রতিবন্ধি ভাইকেও পিটিয়ে আহত করা হয়। ভাংচুর করা হয় বসতঘর। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাহনা এলাকায় ঘটে এ ঘটনা।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, মাহনা এলাকার কবি মোল্লার ছেলে শান্ত মোল্লা দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলো। বুধবার সকালে মাদক কেনার টাকার জন্য বাবা কবি মোল্লার কাছে এক হাজার টাকা দাবি করে। কোন প্রকার টাকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন কবি মোল্লা। এক পর্যায়ে শান্ত হাতে লাঠি নিয়ে বাবা কবি মোল্লাকে এলোপাতারি ভাবে পিটিয়ে আহত করে। প্রতিবাদ করতে গেলে প্রতিবন্ধি আরেক ছেলে মামুন মোল্লাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে বসতঘর ভাংচুর করে ক্ষতি সাধন করে। এ বিষয়ে আহত কবি মোল্লা ভুলতা পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত শান্ত মোল্লাকে গ্রেফতার করে। এছাড়া একই এলাকার ইয়াকুব আলীর আইয়ুব আলীকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।