মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে তিন যাত্রী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার সময় নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসে থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
মাইক্রোবাসে থাকা সকল যাত্রী নোয়াখালী থেকে চট্টগ্রাম শহরের কালুরঘাট এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলো বলে জানা যায়।
শেষ খবর পওয়া পর্যন্ত মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিদগ্ধ হয়ে তিনজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।