বেনাপোল(যশোর)প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা আলেয়া পারভীনের সভাপতিত্বে জেলা কার্যালয় যশোর দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১০ নং শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুবলীগ নেতা ও সাংবাদিক সেলিম রেজা প্রমূখ।
দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠানে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।