প্রচারে প্রসার ঘটে,
দানে বাড়ে ধন;
মানব সেবায় সুখী,
বড় যার মন।
কটু কথায় মন কাঁদে,
আরও ফাটে বুক;
মন্দ কথার অন্তরালে,
থাকে নাতো সুখ।
ধনীর জীবন সুখে কাটে,
গরীবের কাটে দুঃখে;
ধনী লোকের হিংসা-বিদ্বেষ,
আঘাত হানে গরীবের বুকে।
প্রিয় রাসুলের অমর বানী,
গরীবকে দিওনা কষ্ট;
যত পারো ভালোবাসো,
তারা যেন হয় তুষ্ট।
নবীজির বানী হৃদয় ভেদে,
ঢুকলোনা ধনীদের মনে;
লোভের জলে ভেসে বেড়ায়,
বিলাসিতা করে অগাধ ধনে।
মরার পরে খাবে ধন,
পিঁপড়া, ইঁদুর-পোকে;
মৃতদেহ চুষে খাবে,
কীটপতঙ্গ, জোঁকে।