স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়াকে ঠেকাতে আগামীকাল ২২শে মার্চ রবিবার থেকে ৩১ শে মার্চ পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত পর্যন্ত প্রতিদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মোটর মালিক সমিতি, পাশাপাশি ময়মনসিংহ নগরীতে ২২ শে মার্চ রবিবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঔষধ ও পচনশীল দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, শনিবার সন্ধ্যায় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে করোনা প্রতিরোধে করণীয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ব্যবসায়ীদের ভূমিকা প্রসঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি- আমিনুল হক শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন । এসময় অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব শামীম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২২ শে মার্চ থেকে ৩১ শে মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহগামী এর ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে ।