ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার এলাকায় ফাঁশিতে ঝুলে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নয়াপাড়া এলাকার লুৎফর রহমান কাশেমের বাসার ভাড়াটিয়া স্থানীয় শনিবাস সুজ লিঃ এর শ্রমিক মোছাঃ জাকিয়া (২২) বসত ঘরের ধন্নার সাথে গলার উড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। নিহত জাকিয়া পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে।
ভালুকা মডেল থানার এস আই বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। কি কারণে এই আত্মহত্যা তদন্ত রির্পোট পাওয়ার পর তা বলা যাবে।