ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সাধারণ মানুষের জন্য অন্য রকম এক মুসাফিরখানা চালু করেছেন সমাজ সেবক খাদিজা প্যালেসের মালিক হাজী মোঃ ইব্রাহিম।
জানা যায়, প্রতি শুক্রবার জু’মার নামাজের পর উপজেলার স্কয়ার মাস্টার বাড়ী এলাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত খাদিজা প্যালেসের সামনে গরীব অসহায় দুস্থ ও চলাচল রত সাধারণ মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়। এতে প্রতি শুক্রবার প্রায় দুই থেকে আড়াইশত মানুষকে খাবার খাওয়ানো হয়।
শুক্রবার (২০মার্চ) দুপুরে ভিক্ষুক, দুস্থ মানুষদের সাথে খাবার খাওয়ার সময় খাদিজা প্যালেসের মালিক হাজী মোঃ ইব্রাহিম জানান, আমার মার্কেটের ভাড়ার টাকা থেকে প্রতি শুক্রবার এই খাবারের আয়োজন করা হচ্ছে। গত জানুয়ারী মাস থেকে এই মুসাফিরখানার কার্যক্রম চালু করা হয়েছে। এটি আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।