ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছ্।
শুক্রবার (২০ র্মাচ) রাত দুই টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব এলাকার আসপাডা ওয়াটার হাউজের সামনে এই র্দূঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক জামালপুর জেলার জামাল উদ্দিন (৪০) ও হেলপার শাকিব মিয়া (২২)।
পুলিশ জানায়, রাতে জামালপুর জেলা থেকে ছেড়া আসা মুরগীর খাদ্য বহনকারী একটি ট্রাক ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা ওয়াটার হাউজের সামনে আসলে নিয়ন্ত্রন হারিয়ে আরেকটি বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভরাডোবা হাইওয়ে পুলিশ।