ভারতে থাকবেন না বলে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি কানাডার টরেন্টোতে এক অনুষ্ঠানে তিনি এমন তথ্য জানিয়েছেন।
ওই অনুষ্ঠানে অক্ষয় নিজেকে কানাডার অধিবাসী দাবি করে জানান, অভিনয় জগৎ থেকে অবসর গ্রহণের পরে তিনি কানাডাতে স্থায়ীভাবে থেকে যেতে চান। তাঁর মতে, টরোন্টোই তাঁর ‘ঘর’।
তবে অক্ষয় কেন এমন মন্তব্য করেছেন তা জানা যায়নি। এ বিষয়ে অক্ষয়ও কোনো ব্যাখ্যা দেননি।
জানা যায়, দুই বছর আগে নাগরিকত্ব নিয়ে সমস্যায় পড়েছিলেন অক্ষয়। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাঁর পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিনি কানাডিয়ান পাসপোর্ট বহন করছেন।
অন্যদিকে উইকিপিডিয়ায় অক্ষয়কে কানাডিয়ান নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে।
সূত্র: জিনিউজ।